Thursday 31 December 2015

সৌর শক্তির নেটবুক

  সৌর শক্তির নেটবুকঃ
আমরা অনেকেই ব্যক্তিগত কম্পিউটার,ল্যাপটপ বা নেটবুক ব্যবহার করে থাকি।এগুলো সাধারণত্ব বিদ্যুৎ চালিত হয়ে থাকে।এতে প্রচুর পরিমান বিদ্যৎ শক্তির খরচ হয়। কিন্তু আমরা এর পরিবর্তে নবায়ন যোগ্য শক্তি সৌর শক্তি চালিত নেটবুক ব্যবহার করতে পারি।যেমন,স্যামসাং Nc215s নেটবুক। স্যামসাং এর রাশিয়ান শাখা ২০১১ সালের আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক ভাবে সোলার পাওয়ার স্যামসাং Nc215s নেটবুক বাজারে নিয়ে আসে।এর ১০.১ ইঞ্চি ডিসপ্লে সরাসরি সূর্য থেকে শক্তি গ্রহন করতে পারে। নেটবুকের সঙ্গে একটি সোলার প্যানেল যুক্ত করা থাকে যা এর শক্তিশালী ব্যাটারীকে চার্জ গ্রহন কাজে নিয়জিত থাকে। চার্জ দেওয়ার জন্য সোলার প্যানেলটিকে নেটবুক থেকে আলাদা করে রাখা যায়। এ সময় নেটবুকে থাকা ছোট ব্যাটারী কম্পিউটারকে চালু রাখে।দুই ঘণ্টা সৌর শক্তির বিপরীতে এটি এক ঘণ্টার বেশী কর্ম ক্ষমতা প্রদান করে। পূর্ণ চার্জে এটি ১৪ ঘণ্টার বেশী সময় পর্যন্ত ব্যাক-আপ দেয়। Samsung NC215 has a 10.1-inch (1024 x 600) WSVGA backlit display powered by a 1.66 GHz Intel Atom N570 and Intel GMA 3150 Graphics. Also, 1GB of RAM, 250GB HDD, USB 2.0 ports, a wifi, bluetooth, webcam and a card reader are included in this Black netbook loaded with Windows 7 Starter.
শক্তির সীমাবদ্ধতা দূর করার জন্য এই পণ্যটি খুবই তাৎপর্যপূর্ণ । পণ্যটি পরিবেশ বান্ধব হওয়ায় টি সি ও সার্টিফিকেট এবং এনার্জি স্টার এওয়ার্ড  পেয়েছে। বর্তমানে রাশিয়া,আমেরিকা,দক্ষিন কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই নেটবুকটি পাওয়া যাচ্ছে

No comments:

Post a Comment